নিজস্ব প্রতিবেদক:: ঢাকা টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল হোসেন শান্ত অবশেষে থামলেন। আফগান বোলার আমির হামজা বাউন্ডারিতে থামালেন সেঞ্চুরিয়ানকে। ১৪৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি সীমানায় নাসির জামালের ক্যাচে পরিণত হন তিনি।
১৭৫ বলের দৃষ্টিনন্দন ইনিংস শান্ত সাজিয়েছেন ২৩ চার আর ২ ছক্কায়। ৫৮তম ওভারের শেষ বলে দলীয় ২৭১ রানে তার বিদায়ে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫৮ ওভার শেষে ৪ উইকেটে ২৭১ রান।
সেঞ্চুরিয়নকে ফেরানোর আগে মুমিনুলের বিদায়ে তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি ভাঙেন নিজাত মাসুদ। ইনিংসের ৫৩তম ওভারের প্রথম বলে দলীয় ২৫৬ রানে সাজঘরে ফিরেন তিনি। এক চার ও এক ছক্কায় ২৫ বলে ১৫ রান এসেছে তার ব্যাট থেকে।
এর আগে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের গড়া দুর্দান্ত জুটি ভাঙে সফরকারীরা। ২১২ রানের সেই জুটি ভেঙে যায় মাহমুদুল হাসান জয়ের বিদায়ে। ৭৬ রান করে রহমত শাহ’র শিকারে পরিণত হয়েছেন জয়। ২১৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে টাইগারদের। ৪৫তম ওভারের প্রথম বলে স্লিপে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জয়।
ব্যাট হাতে নিজেদের প্রথম ইনিংসের একেবারে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের একেবারে প্রথম বলেই সাজঘরের ফিরেন ওপেনার জাকির হাসান। মিরপুরের হোম অব ক্রিকেটে সবুজ ঘাসের উইকেটে খেলতে নেমে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
স্বাগতিক ব্যাটারকে উইকেটের পেছনে থাকা আফসর জাজাইয়ের হাতে তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরান নিজাত মাসুদ। ২ বলে মাত্র ১ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান জাকির। নিজের টেস্ট অভিষেকের একেবারে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন পেসার নিজাত মাসুদ। টেস্ট অভিষেকে একেবারে প্রথম বলেই উইকেট তুলা প্রথম আফগান বোলার নিজাত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post