স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত রেকর্ড সঙ্গী হলো অস্ট্রেলিয়ার। নিজেরদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাউন্ডারি ছাড়াই পাওয়ার প্লে শেষ করেছে অস্ট্রেলিয়া পুরুষ দল। পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এমনটি ঘটেছে।
লঙ্কানদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে অস্ট্রেলিয়া তুলতে পারে ১ উইকেট হারিয়ে ৩৩ রান। আর এই রান তুলতে গিয়ে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি অজিরা। ব্যাটিংয়ে ধুঁকতে দেখা যায় তাদের। শেষ পর্যন্ত অপ্রত্যাশিত রেকর্ড সঙ্গী হয়।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম পাওয়ার প্লে’তে কোনো বাউন্ডারি হাঁকাতে পারলো না অজিরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয়বারের মতো ঘটেছে। এর আগে বাংলাদেশের অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে পাকিস্তান, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাপুয়া নিউ গিনি বাউন্ডারি ছাড়াই পার করেছিল পাওয়ার প্লে’র ছয় ওভার। এবার সেখানে নাম লাগলো অস্ট্রেলিয়ার। নিজ দেশের মাটিতেই এমন ঘটনার সাক্ষী হলো বর্তমান চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা