স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস এক যুগ খেলছে মূল পর্বে। হায়দ্রাবাদে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিলিং করার সিদ্ধান্ত নেয় ডাচরা। সবশেষ ২০১১ বিশ্বকাপে খেলা ইউরোপের দেশটি আজ পাকিস্তানকে অলআউট করে দিয়েছে ২৮৬ রানে।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিততে নেদারল্যান্ডসের ২৮৭ রান করতে হবে। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ফখর জামানকে হারায় পাকিস্তান। বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে ডাচদের হয়ে প্রথম সাফল্য এনে দেন লোগান ভ্যান ভিক। এরপর অধিনায়ক বাবর আজমও দ্রুত বিদায় নেন। তাঁর উইকেট তুলে নিয়ে বড় আঘাতটা দেন কলিন অ্যাকারমান।
পরের ওভারে ফল ভ্যান মিকারেনের বলে উইকেট উপহার দেন ওপেনার ইমাম উল হক। আর তাতেই প্লাওয়ার প্লের আগেই ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে ১২০ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন মোহাম্মদ রিজওয়ান ও সউদ শাকিল। দলীয় ১৫৮ রান এবং ১৮২ রানে যথাক্রমে সউদ ও রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। ৫২ বলে ৬৮ রান করেন সউদ শাকিল। আর ৭৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে থামেন রিজওয়ানও।
৩৪ বলে ৩২ রান করেন শাদাব খান। এছাড়া রান আউটে কাটা পড়ে সাজঘরে পথ ধরেন মোহাম্মদ নওয়াজ (৩৯ রান)। শেষ পর্যন্ত ৪৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৮৬ রানে শেষ হয় পাকিস্তান ইনিংস। ডাচদের হয়ে সর্বাধিক ৪ উইকেট শিকার করেন বাস ডি লিড। ২ উইকেট নেন অ্যাকারমান। একটি করে উইকেটের দেখা পান আরান দত্ত, ভ্যান ভিক ও ভ্যান মিকারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post