স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুই ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ব্রাজিল দলে প্রথমবার ডাক পেয়েছেন এন্ড্রিক। অন্তর্বর্তীকালীন কোচ ফের্নান্দো দিনিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো ও পাওলিনহো।
ব্রাজিল আগামী ১৭ নভেম্বর কলম্বিয়া এবং ২২ নভেম্বর ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ। পায়ের চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন নেইমার। তিনি ছাড়া অবশ্য আক্রমণভাগের বাকিদের সবাইকেই পাচ্ছেন কোচ। তবে নেই মাঝমাঠের স্তম্ভ কাসেমিরো।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। প্রথম দুই রাউন্ডে জয়ী ব্রাজিল গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে, আর পরের ম্যাচে ২-০ গোলে হেরে যায় উরুগুয়ের বিপক্ষে।
ব্রাজিল দল-
গোলরক্ষক: এদেরসন, অ্যালিসন, লুকাদ পেরি।
রক্ষণভাগ: ব্রেমার, মার্কিনহোস, নিনো, গ্যাব্রিয়েল, কার্লোস অগোস্তো, এমারসন রয়েল, রেনান লোদি।
মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, রদ্রিগো।
আক্রমণভাগ: এন্ড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পউলিনহো, পেপে, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০