স্পোর্টস ডেস্ক:: এক দিকে দল হেরেছে, অন্য দিকে বিরাট কোহলিকে তার আচনের জন্য শাস্তি পেতে হয়েছে। প্রতিপক্ষের ব্যাটার আউট হওয়ার পর বাজে উদযাপন করেছেন কোহলি। মাত্রা ছাড়ানো উদযাপনের জন্য তাই ম্যাচ রেফারি শাস্ত দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটাররা।
রয়্যার চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস দুবের ৫২ রানের সঙ্গে কনওয়ের ৮৩ রানে ৬ উইকেটে ২২৬ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা বিরাট কোহলির দল ব্যাঙ্গালুরু ৮ উইকেটে ২১৮ রানে থামে।
ম্যাচ শেষে ম্যাচ রেফারির দরবারে হাজির হতে হয় বিরাট কোহলিকে। ম্যাচ রেফারি আইপিএলের ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনেন। বিরাটও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন। তাতেই ম্যাচ রেফারি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন তাকে।
আইপিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তি হিসেবে কোহলিকে জরিমানার বিষয়টি নিশ্চিত করলেও তার অপরাধ কি সেটা ব্যাখা করেনি। তবে জানা গেছে, ম্যাচে চেন্নাই ব্যাটার শিবম দুবেকে আউটের পর বাজে উদযাপন করেন কোহলি। মাত্রা ছাড়ানো এই উদযাপনের জন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post