স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ নিতে টিম বাংলাদেশ এখন জো বাইডেনের দেশে। মার্কিন মুল্লুকে এরই মধ্যে বিশ্বকাপ মিশনও শুরু করেছে বাংলাদেশ। অফিসিয়াল প্রথম প্রস্তুুতি ম্যাচটি অবশ্য পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠছেন কোটি ভক্ত।
ভক্তদের সেই উন্মাদনা বাড়িয়ে দিতে এবার বাংলাদেশ দলের থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের পৃষ্ঠপোষক বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি নির্মাণ করেছে টাইগারদের থিম সং। ক্রিকেট বোর্ডের অফিসিয়াল একাউন্টে প্রকাশ পেয়েছে সেই থিম সং।
‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ শিরোনামে প্রকাশিত থিম সং দারুণ প্রশংসা কুড়াচ্ছে সমর্থকদের। ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এমন আয়োজন ক্রিকেট বোর্ড ও রবির।
বাংলাদেশ দলের ড্রেসিং রুমের নিয়মিত স্লোগান আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন দিয়ে শুরু হয়েছে থিম সংটি। জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন থিম সংয়ের ভিডিও চিত্রে।
আগামি ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। তার আগে অবশ্য ১ জুন আরো একটি প্রস্তুুতি ম্যাচ আছে বিরাট কোহলিদের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ছাড়াও সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post