বাজে ফিল্ডিংয়ে অবাক পাপন ‘কঠোর বার্তা’ দিলেন টাইগারদের

0
20

স্পোর্টস ডেস্ক: প্রথম। ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে ব্যক্তিগত ৬৯ রানের সময় তাসকিনের বলে মিড অনে ক্যাচ তুলে দিলেন সেঞ্চুরি হাঁকানো বেন স্টোকস। কিন্তু মাহমুদুল্লাহ তা তালুবন্দি করতে পারলেন না। পরের ওভারে ৭১ রানে মাশরাফির বলে আবার ক্যাচ উঠিয়ে দিলেন স্টোকস। এক্সট্রা কাভার থেকে সেই সহজ ক্যাচটি ছেড়ে দিলেন মোশাররফ হোসেন রুবেল।

শুধু এদু’টি ক্যাচ নয়, ম্যাচে আরো ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। যা দেখে চরম হতবাক স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিস্ময় সুরে পাপন বললেন এমন বাজে ফিল্ডিং আর ব্যাটিং গত দুই বছরে দেখেননি তিনি। তাই দ্বিতীয় ম্যাচের আগেই টাইগার ক্রিকেটারদের কাছে পৌছে দিয়েছেন তার কঠীন বার্তা।

ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে রিয়াদ, রুবেলদের এমন ক্যাচ মিসের মহরায় বেশ অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমরা অনেক খারাপ খেলেছি। আপনারাই বলেন ওমন তিনটি ক্যাচ কেউ ফেলে! এমন বাজে বাংলাদেশর ফিল্ডিং আমরা গেল দেড় দুই বছরে দেখিনি।’

ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন শেষের ব্যাটসম্যানরা। মোশাররফ রুবেল, শফিউল ইসলাম ও তাসকিন যেভাবে ব্যাটিং করেছেন তাতে মনে হয়েছে এই ম্যাচেই তারা প্রথমবারের মত হাতে ব্যাট ধরেছেন।

কেননা ৪২তম ওভারে জ্যাক বলের তৃতীয় ডেলিভারিতে ক্যাচ হয়ে সাকিব যখন ফিরলেন তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান।

এরপর দলকে বাকি ১৭ রান এনে দিতে গিয়ে নেই শেষ ৫ উইকেট! ০ রানে মোসাদ্দেক হোসেন সৈকত, ১ রানে মাশরাফি, ১১২ রানে ইমরুল, ০ রানে শফিউল ইসলাম ও ১ রানে ইনিংসের ফুলস্টপ টেনেছেন তাসকিন।

পাপন বললেন, ‘কেউই ভাবেনি যে আমরা এই ম্যাচ হারতে পারি। রান রেট ৫ এর নিচে ও হাতে ছয়টি উইকেট। সিঙ্গেল সহজেই নেয়া যাচ্ছিল আর সেটা করতে পারলেই আমরা জিততে পারতাম। এখানে বড় শট খেলার কোন প্রয়োজনই ছিল না।’

তিনি বলেন, ‘আমি বলেছি, শেষের দিকে যারা ব্যাট করো তাদের শেষ করে আসতে হবে। ঝুঁকিপূর্ণ শট খেলার দরকার নেই। এই দায়িত্বটা তোমরা নিলে আমরা কোনো ম্যাচই হারবো না।’-যোগ করেন পাপন।

আগামিকাল ৯ অক্টোবর দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here