স্পোর্টস ডেস্ক:: টেস্ট ক্রিকেট মানেই যেনো হতাশার গল্প। হেরে যাওয়ার গল্প। ঐতিহাসিক দু’একটা জয় ছাড়া টেস্টে সাফল্যের খাতা শুন্যই। দিন কয়েক আগেই ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এমন হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে ছিলেন প্রস্তুুতির অভাবের কথা।
বাংলাদেশ অধিনায়ক তখন দাবি করেছিলেন, টেস্টের জন্য পর্যাপ্ত প্রস্তুুতি নেই বাংলাদেশের। কেননা ‘এ’ দলের কার্যক্রমই যে খুব একটা নেই। তার মতে, প্রতিটি সিরিজের আগে, সফরের আগে সেখানে ‘এ’ দল পাঠালেন টেস্ট দলের প্রস্তুুতি খুব ভালো হয়।
নাজমুল হোসেন শান্ত বলে ছিলেন, ‘আমরা কোনো সিরিজ খেলতে যাওয়ার আগে সেখানে যদি ‘এ’ দল পাঠাতে পারি তাহলে সবচেয়ে কার্যকরী হবে। যারা শুধু টেস্ট খেলছে বা যারা এক-দুটি সংস্করণে খেলে, ওরা যদি আগে দিয়ে এক-দুটি ম্যাচ খেলতে পারে, তাহলে কিন্তু প্রস্তুতিটা খুব ভালো হবে। ওই উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারনা হবে।’
অধিনায়কের কথাকে বেশ গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। এবার তাই ‘এ’ দলের ব্যস্ততা বাড়ানো হচ্ছে। বিভিন্ন বোর্ডের সঙ্গে এ নিয়ে কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস জানিয়েছেন, সামনে ‘এ’ দলের বেশ কিছু প্রোগ্রাম তারা নিচ্ছেন।
মিরপুরের হোম অব ক্রিকেটে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটা সিরিজ আছে (‘এ’ দলের)। নিউ জিল্যান্ড সেপ্টেম্বরের পর আসবে। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি। সিনিয়র ক্রিকেটার, অধিনায়কের সঙ্গে বসেছি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ভালো একটা সময় আছে।’
‘এ’ দল নিয়ে পরিকল্পনা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের সামনে গুরুত্বপূর্ণ কতগুলো টেস্ট ম্যাচ আছে। ভারতের সঙ্গে খেলা আছে। দক্ষিণ আফ্রিকার সাথে আছে। আমাদের পরিকল্পনা আছে লাল বল যারা খেলছে তাদের নিয়ে যেন কাজ করা যায়। চিন্তা ভাবনা করছি। পরিকল্পনা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post