বাটলারকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রিজওয়ান

0
98

স্পোর্টস ডেস্কঃ ফর্ম ছুটেই চলছে মোহাম্মদ রিজওয়ানের। নিয়মিতই রান করে যাচ্ছেন এই তারকা। পাকিস্তানের এই উইকেটরক্ষক এবার নতুন রেকর্ড গড়েছেন। যেখানে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জস বাটলারকে।

ইংল্যান্ডের বিপক্ষেই বাটলারকে পেছন ফেলে এককভাবে নতুন রেকর্ড গড়েছেন। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ফিফটি হাঁকিয়েছেন রিজওয়ান। সর্বোচ্চ ১৭টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। এর আগে ১৬ ফিফটি নিয়ে বাটলারের সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন।

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান দল। দল হারলেও, রিজওয়ান খেলেন ৪৬ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে ১৭তম ফিফটি।

আর সেই ফিফটিতেই বাটলারকে ছাড়িয়ে গেছেন রিজওয়ান। যদিও সেটি কতদিন ধরে রাখতে পারবেন, সেটা নিয়ে আছে সংশয়। কেননা ইনজুরি থেকে বাটলার ফিরলে, তিনিও ছাড়িয়ে যেতে পারেন রিজওয়ানকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটরক্ষক ব্যাটারদের সর্বোচ্চ ফিফটির সংক্ষিপ্ত তালিকা

১। মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ১৭ ফিফটি
২। জস বাটলার (ইংল্যান্ড)- ১৬ ফিফটি
৩। মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)- ১৩ ফিফটি
৪। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ১১ ফিফটি
৫। ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)- ১০ ফিফটি

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here