বাটলারদের হারিয়ে দ্যা হান্ড্রেডে চ্যাম্পিয়ন ওভাল

0
62

স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার অরিজিনাসকে হারিয়ে এবারের দ্যা হান্ড্রেড চ্যাম্পিয়ন হল ওভাল ইনভিনসিবলস। ১৪ রানে ম্যাচ জিতে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হয় দলটি। গত রাতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে ৫ উইকেট হারানো ওভাল শেষ পর্যন্ত ১০০ বলে করে ১৬১ রান।

জবাব দিতে নেমে জস বাটলারের ম্যানচেস্টার থামে ১৪৭ রানে। ফাইনালে এ নিয়ে টানা দুইবা হেরে গেল দলটি। আগের দুবার চ্যাম্পিয়ন হয়েছিল সাউদার্ন ব্রেভ ও ট্রেন্ট রকেটস। ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়া ওভালকে বড় পুঁজি এনে দেন দলটির কিউই রিক্রুট জিমি নিশাম।

বাঁহাতি ব্যাটার নিশাম অপরাজিত থাকেন ৩৩ বলে ৫৭ রান করে। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার। পাশাপাশি টম কারান ৩৪ বলে ৬৭ রান করেন ৫টি করে ছক্কা ও চারের মারে। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে ওভাল।

রান তাড়া করতে নেমে দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার শুরুটা ভালো করলেও সেই ধারা তারা বজায় রাখতে পারেন নি। সল্ট ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন। বাটলার ১৫ বলে ১১ রান করেন মাত্র। ম্যাক্স হোল্ডেন গুরুত্বপূর্ণ ৩৭ রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত লড়াই করেন জেমি ওভার্টন ও টম হার্টলি। জেমি ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ১ ছক্কায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here