স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ পাত্তাই পায় নি ইংল্যান্ড। ব্যাঙ্গালোরে বড় জয় পেয়েছে লঙ্কানরা। আগে ব্যাট করে মাত্র ১৫৬ রানে গুঁটিয়ে যায় জস বাটলারের দল। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটের রেকর্ড জয় পায় কুশাল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। ডেভিড মালান ও জনি বেয়ারস্টর ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপের মাঝপথে শ্রীলঙ্কা দলে যোগ দেওয়া ম্যাথিউস। ২৫ বলে ২৮ রান করা ডেভিড মালানকে ফিরিয়ে দেন তিনি।
পরের উইকেট তুলতেও দারুণ অবদান ম্যাথিউসের। তার থ্রোয়ে কুশাল মেন্ডিসের হাতে রানআউট হয়ে বিদায় নেন জো রুট। ডানহাতি এই ব্যাটার ১০ বলে করেন ৩ রান। এরপর উইকেটে আসা যাওয়ার মিছিল চলে ইংলিশ শিবিরে। জস বাটলার ৮ রানে, লিয়াম লিভিংস্টোন ১ রানে, মঈন আলি ১৫ রানে।
ক্রিস ওকস শূন্য রানে ফিরেন এক পর্যায় ইংল্যান্ডের হয়ে হাল ধরেছিলেন বেন স্টোকস। তবে একপ্রান্তে আগলে রেখে খেলতে গিয়ে আরও চাপে পড়ে তারা। চাপের মুখে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন স্টোকস। শেষ পর্যন্ত ১৪ রান করেন ডেভিড উইলি। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট পান লাহিরু কুমারা।
এমন পারফরম্যান্সের কারণ খুঁজতে গিয়ে আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অসহায়ত্বই ফুটে উঠল ইংলিশদের অধিনায়ক বাটলারের কণ্ঠে। এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘অনেক কঠিন আর হতাশার এক টুর্নামেন্ট যাচ্ছে। নিজের ওপর, আর সবার ওপরই হতাশ, কেউই নিজেদের সেরাটা দেখাতে পারিনি। (কেন এমন হচ্ছে), এর কোনো সোজাসাপটা উত্তর এই মুহূর্তে নেই।’