স্পোর্টস ডেস্কঃ পরিবেশ আইন লঙ্ঘন করায় জরিমানা গুনতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। বাড়ি বানাতে গিয়ে মোটা অঙ্কের জরিমানার কবলে পড়েছেন এই ফরোয়ার্ড। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে নেইমারকে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
সংবাদ সংস্থা জানিয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এক প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। ২০১৬ সালে তিনি এই জায়গা কিনেছিলেন বলে জানা গেছে। তাঁর প্রাসাদে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই আছে। আর সেখানেই আইন ভেঙেছেন পিএসজি তারকা।
মাঙ্গারাচিবাত শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই প্রাসাদ নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে। আইন ভঙ্গের মাত্রা গুরুতর হওয়ায় তাঁর জরিমানা হয়েছে তিন গুণেরও বেশি। এমনকি বাড়তে জরিমানার পরিমাণ। কারণ এখনও একাধিক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post