স্পোর্টস ডেস্ক:: টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাংলার মেয়েদের সংবর্ধনা চলছে। সরকার প্রধান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংবর্ধনা দিচ্ছে সাফ জয়ী কন্যাদের। এবার সাফ জয়ী মেয়েদের সংবর্ধনা দিলো ওয়ালটন গ্রুপ।
বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনায় ওয়ালটন কর্মকর্তারা সাফ জয়ী নারী দলের প্রত্যেক সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছেন। তবে সাফ জেতা মনিকার বাড়ীতে বিদ্যুৎই নেই। বিদ্যুৎহীন ঘরে ফ্রিজ দিয়ে কি করবেন? সেই প্রশ্নের উত্তরও জানা নেই এই সাফ জয়ী মেয়ের। আধুনিক এই যুগেও এসে জাতীয় দলের একজন ফুটবলারের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি!
রোববার ২৩ ফুটবলার ও ৯ কর্মকর্তার সবাই পেয়েছেন ওয়ালটনের এই উপহার। ওয়ালটনের কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে প্রতীকি ফ্রিজ তুলে দিয়েছেন দলের প্রত্যেকের হাতে হাতে। সাফ জয়ী মেয়েরা নিজেদের সুবিধা মতো বাড়ীর পাশের যেকোনো ওয়ালটন শো রুম থেকে এই ফ্রিজ নিজেদের বাড়ীতে নিতে পারবেন। পরিবহন জামেলা এড়াতেই এমন সুযোগ রেখেন গ্রুপটি কর্মকর্তারা।
সাফ জয়ী দলের ইংলিশ কোচ পিটার বাটলারও পেয়েছেন ফ্রিজ। বাফুফে ভবনে অনুষ্ঠান শেষে এই ইংরেজকে ফ্রিজ দিয়ে কি করবেন জানতে চাইলে মজা করেই বললেন, ‘আমি তো সৌদি এয়ার লাইনসে যাবো। সেখানে তো ৩০ কেজি পর্যন্ত সুযোগ আছে।’
মিডফিল্ডার মনিকা চাকমার বাড়ীতে বিদ্যুৎ নেই, তার বাড়ীতে যাওয়ার ভালো রাস্তাও নেই। সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য দেওয়া অধিনায়ক সাবিনা খাতুন তার বক্তব্যেই এমন তথ্য জানান। এরপর মনিকা চাকমার কাছে সাংবাদিকেরা মনিকার কাছে জানতে চান তাহলে ফ্রিজ দিয়ে কি করবেন। লাজুক হাসিতে মনিকা বললে- ‘দেখি কি করি!’
অবশ্য ওয়ালটনের কর্মকর্তারা সাবিনার এমন বক্তব্যের পর ঘোষণা দেন কেউ যদি ফ্রিজ নিতে না চান, তবে ওয়ালটনের পক্ষ থেকে সমপরিমাণ টাকা নিতে পারবেন উপহার হিসেবে। ফুটবলাররা তাই চাইলে ফ্রিজ না নিয়ে টাকাও নিতে পারবেন। মনিকার চাকমার মতো ফুটবলারের জন্য সেই সুযোগ কাজে লাগবে।
ওয়ালটনের সংবর্ধনা অনুষ্ঠানে ২৩ ফুটবলারের মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন। মাতসুসিমা সুমাইয়া জাপানে পরিবারের কাছে চলে গেছেন। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও ওয়ালটনের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন অনুষ্ঠানে ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০