বাদ আর্সেনাল, কোয়ার্টার ফাইনালে চেলসি-লিভারপুল

0
108

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করর চেলসি ও লিভারপুল। এদিকে বাদ পড়েছে আর্সেনাল। ওয়েস্ট হামের মাঠে খেলতে নেমে পাত্তাই পায়নি তারা। প্রথমার্ধে নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খায় প্রিমিয়ার লিগের বর্তমান রানার আপরা।

ম্যাচের অতিরিক্ত সময়ে মার্টিন ওডেগার্ড একটি গোল পরিশোধ করলেও সেটা কেবল ব্যবধানই কমিয়েছে। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। এদিকে প্রিমিয়ার লিগে টানা ব্যর্থ চেলসি। অথচ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। চতুর্থ রাউন্ডে ব্লাকবার্ন রোভার্সকে হারিয়েছে তারা।

বুধবার রাতে নিজেদের মাঠে ২-০ গোলে ব্লাকবার্নকে হারিয়েছে চেলসি। দ্য ব্লুজরা কোয়ার্টার ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে খেলবে। আগামী ১৯ ডিসেম্বর এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিউক্যাসল গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে।

এদিকে লিভারপুলও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অ্যাওয়ে ম্যাচ তারা বোর্নমাউথকে হারিয়েছে। ২-১ গোলের জয় লিভারপুল। ম্যাচের দুই অর্ধে দুই গোল পায় তারা। কোডি গাকপো এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দারউইন নুনেজ। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হাম ইউনাইটেড। ২০ ডিসেম্বর হবে ম্যাচটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here