স্পোর্টস ডেস্ক:: বিসিবির প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়ে ছিলেন, বিশ্বকাপ ভাবনায় নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছিলেন।
সুজনের এমন বক্তব্যের পর বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপ বাদ নয় রিয়াদ। তিনি বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন। শুধু সিনিয়র এই ক্রিকেটার নয়, বোর্ডের পরিকল্পনায় আছেন ২৪জন ক্রিকেটার।
বিসিবি বিশ্বকাপের জন্য ২৪ জনের একটা পুল তৈরি করে রেখেছে। এই পুলে থাকা ক্রিকেটারদের যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে জাতীয় দলে ডাকা হবে। সবারই বিশ্বকাপ খেলার সম্ভাবনা।
সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদক কি বিশ্বকাপ ভাবনায় নেই এমন প্রশ্নে বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘‘২৪ টা প্লেয়ার আমাদের পুল করা আছে। তো পার্টিকুলার কিছু না। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’
শুধু রিয়াদ নয়, বিসিবির ভাবনায় আছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। নান্নু বলেন, ‘নাঈম শেখ অবশ্যই ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিলো। ‘এ’ টিমের সিরিজ আছে। সেখানে দেখব। ডিপিএলে যারা ভালো করেছে, তাদেরকে মনিটরিং করা হচ্ছে। পুলের সবাই নজরে আছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০