স্পোর্টস ডেস্কঃ আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দলে বড় চমক তিলক ভার্মা। আইপিএল মাতিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া এই ব্যাটারকে এশিয়া কাপের দলে রেখেছে বিসিসিআই। চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন লোকেশ রাহুল-শ্রেয়াস আইয়ার। তবে নেই যুজবেন্দ্র চাহালের নাম। এই লেগ স্পিনারকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে।
একসময় চাহাল ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতের মূল স্পিনার। সেই বোলার এখন দলের বাইরে। তার বাদ পড়া নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন জানান, চাহাল ওয়ানডেতে দারুণ একজন বোলার।
হেইডেন বলেন, ‘গুরুত্বপূর্ণ বেশ কজনকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে চাহাল। এই লেগ স্পিনার দুর্দান্ত একজন ক্রিকেটার, নির্বাচকদের জন্য নিশ্চয়ই ভীষণ কঠিন ছিল সিদ্ধান্তটি, কারণ কুলদিপের মতো আরেকজন আছে, সেও দারুণ ক্রিকেটার। বিকল্প হিসেবে তাকেই বেছে নিয়েছে নির্বাচকরা।’
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারত দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি , মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন (ব্যাক-আপ ক্রিকেটার)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post