নিজস্ব প্রতিবেদকঃ লিটন দাস বাদ পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দল থেকে। যা নিয়ে সরগরম দেশের ক্রিকেটপাড়া। প্রসঙ্গটি উঠেছিল তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনেও। জবাব দিতে গিয়ে লিটনের প্রশংসাই করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে শিগগিরই দেখা যাবে লিটনকে।
রাজ বলেন, ‘লিটনদা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি, যে ও বাদ পড়েছে এরকম কিছু না। ও আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি। ওর ভিতর সেই সামর্থ্য আছে। আমরা জানি ও কী টাইপের প্লেয়ার লিটনদা। এখন বাদ পড়েছে এরকম কিছু না। এখন হয়ত একটু অফ ফর্মে আছে। আবার সে বাংলাদেশ দলে আসবে এটা আমি বিশ্বাস করি।’
মিরাজ আরও বলেন, ‘একটা বিষয় দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু আপনাকে পারফর্ম করেই খেলতে হবে। এখানে আমিও যদি ভালো না খেলি, তবে আমাকেও কিন্তু বাদ দেয়া হবে। ন্যাশনাল টিম এমন একটা জায়গা, আপনাকে পারফর্ম করে স্থায়ী হতে হবে। এটা এক-দুই দিন না। আপনি দেখেন, মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশকে, একটা জায়গায় এসেছে। তারপর আরও যারা খেলছে, রিয়াদ ভাই আছে, তিনি এখনও খেলছে। কিন্তু সবারই আপডাউন থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post