স্পোর্টস ডেস্কঃ সামনেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে আয়ারল্যান্ড দল। ঘরের মাঠে শুরু হতে যাওয়া সেই দুই ম্যাচের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
ভারতের বিপক্ষে এই সিরিজের দলে আইরিশরা নতুন দুই মুখের নাম ঘোষণা দিয়েছে। স্টিফেন দোহেনি ও কনর ওলফার্ট প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। তবে বাদ পড়েছেন সিমি সিং ও শেন গেটকেট।
আগামী ২৬ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ভারত। এরপর ২৮ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
১৪ সদস্যের আয়ারল্যান্ড দল
অ্যান্ড্রি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, জশ লিটল, অ্যান্ড্রি ম্যাকব্রিন, ব্যারি ম্যকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং ক্রেইগ ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা