নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির বেতন প্রায় ১৫ লাখ টাকা। বাফুফের এই চড়া বেতনের চাকরি অবশ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে স্মলি জানিয়েছেন, ফেডারেশনে কাজ করার পরিবেশ নেই! মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি।
বাফুফে সভা শেষে আজ গণমাধ্যমকে সালাউদ্দিন বলেছেন, ‘স্মলির চুক্তি আছে ২০২৪ পর্যন্ত। কিন্তু সে আর থাকতে চাইছে না। ওর সমস্যা হলো, ও আমাকে যখন-তখন চাইলে পাচ্ছে না। সে মেয়েদের দলের সঙ্গে সিঙ্গাপুর যাওয়ার দুই দিন আগে আমার বাসায় এসে জানিয়ে গেছে, বাফুফের চাকরি ছেড়ে দিতে চায়।’
২০১৬ সালের শেষ দিকে বাফুফেতে যোগ দিয়েছিলেন স্মলি। প্রথম দফায় দায়িত্ব পালনের পর ২০১৯ সালে ফিরে যান চুক্তি শেষ হওয়ায়। ২০২০ সালের জুনে চার বছরের চুক্তিতে আবারও ফেরানো হয় তাঁকে। দ্বিতীয় মেয়াদে তাঁর চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও বাংলাদেশে থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন সালাউদ্দিনকে।
সালাউদ্দিন আজ বলেছেন, ‘দেশের ফুটবল কোচ তৈরিতে বড় একটা ভূমিকা রেখেছে সে। এটা তার ইতিবাচক দিক। মেয়েদের ফুটবলে সাফল্য এনে দিয়েছে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে। সে চলে গেলে মেয়েদের ফুটবলে ক্ষতি হবে। মেয়েদের সুযোগ-সুবিধার ব্যাপারে আমাকে পাগল বানিয়ে ফেলে।’
স্মলি বাফুফেতে সঠিক কাজ করার পরিবেশ পান নি দাবি করেছেন। সালাউদ্দিন বলেছেন, ‘তাঁকে জাতীয় দলের কমিটির সভায় ঢুকতে দেয় না কোনো কোনো সদস্য। টেকনিক্যাল ডিরেক্টরকে জাতীয় দলের সভায় ঢুকতে দেয় না―এটা হতে পারে! অথচ ওর কাছে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন, মারফুলরা এসে এটা-ওটা নিয়ে আলোচনা করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০