স্পোর্টস ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশে আগমন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার দুপুর আড়াইটায় হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলন। এর আগে মঙ্গলবার আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাফুফে। তবে মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
অনিবার্য কারণবশত সেই সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাফুফে। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ নওমি বিষয়টি নিশ্চিত করেছেন। বাফুফে মাধ্যমে গতকাল জানা গিয়েছিল, বাংলাদেশে আসার ব্যাপারে আর্জেন্টিনা আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে।
ফিফার জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ। এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post