বাফুফের ১০ সদস্যের তদন্ত কমিটি, রিপোর্ট দেবে ৩০ দিন পর

0
81

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিষিদ্ধ হওয়া সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির বিস্তারিত জানতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠণ করেছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে বাফুফের কার্যনির্বাহী পরিষদে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জরুরী এক সভা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে। ১০ সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয়েছে চার সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান মানিক ও মহি উদ্দিন মাহি। ফেডারেশনের অডিট কমিটি থেকে নেওয়া হয়েছে তিন জনকে। এছাড়াও তদন্ত কমিটিতে রাখা হয়ে সত্যজিৎ দাস রুপু, জাকির হোসেন ও ইলিয়াস হোসেনকে।

ফেডারেশনের জরুরী সভা শেষে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘সোহাড় যে কারণে নিষিদ্ধ হয়েছে সেই কারণ তদন্ত করার জন্য বাফুফের অডিট কমিটির সঙ্গে জাকির, রুপু ও ইলিয়ালিসসহ চার সহ-সভাপতি ঘটনা তদন্ত করে দেখবে। আমি বিশ্বাস করি, এখন যে সিদ্ধান্ত নিয়েছি তা দ্রুত বাস্তাবয়ন করব এবং আমাদের স্বচ্ছতা যেন আরো বাড়ে সেদিকে নজর দেব।’

তদন্ত কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘৩০ দিনের মধ্যে একটা রিপোর্ট দেবে। আগামি ৩০ দিনের মধ্যে আপনাদের জানানো হবে কি হয়েছে এবং কেন হলো তা জানাতে চাই। আমরা নিশ্চিত করতে চাই এই ব্যাপারটা যেনো আগামিতে পুনরায় আর না হয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here