বাফুফে ছেড়ে সেনাবাহিনীর কোচের দায়িত্ব নিলেন ছোটন

0
305

নিজস্ব প্রতিবেদক:: বাফুফের নারী কোচের দায়িত্ব ছেড়ে সেনাবাহিনীর ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। প্রায় মাস খানেক আগে বাফুফের চাকরি ছেড়ে দেন ছোটন। বাংলাদেশ নারী ফুটবলের জাগরণের কারিগর তিনি। তার হাত ধরেই এসেছে একের পর এক সাফল্য। নারীদের বয়স ভিত্তিক ফুটবল হোক বা জাতীয় দল, সবখানেই সাফল্য পেয়েছেন মেয়েদের এই কোচ।

তার কোচিংয়েই প্রথমবারের মতো নারীদের সাফে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। ইতিহাস রচনা করেছিলেন এই কোচ। তবুও বাফুফেতে মূল্যায়ন পাচ্ছিলেন না। যখন থেকে সাফল্য পাচ্ছিলো দল, তখন থেকেই তার কাজে হস্তক্ষেপ করা হচ্ছিলো। এক পর্যায়ে বাধ্য হয়ে চাকরি ছাড়েন তিনি।

প্রায় মাস খানেক বিরতি নিয়ে আবারো কোচিংয়ে ফিরছেন। তবে এবার সেনাবাহিনীর ফুটবল দলের দায়িত্ব নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী নারীদের ফুটবল দল গঠন করবে। সেই দলে শুরু থেকেই দায়িত্ব পালন করবেন দেশের ফুটবলের এই অভিজ্ঞ কোচ।

আপাতত দুই মাসের চুক্তিতে সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন ছোটন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাফুফে আমার পদত্যাগপত্র গ্রহণ করে চিঠি দিয়েছে।  আমি নতুন চাকরিতে যোগদান করেছি। বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল গঠন করবে। তাদের সঙ্গে আপাতত আমার দুই মাসের চুক্তি হয়েছে। ২ জুলাই থেকে আমি এখানে যোগদান করেছি। ’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here