স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পদত্যাগ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। শনিবার এই পদ থেকে সরে দাঁড়ান তিনি। ইতিমধ্যেই বাফুফের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৫৬ বছর বয়সী কর্মকর্তা।
তবে বাফুফে সেই পদত্যাগ পত্র অনুমোদন করেছে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। এখনও স্মলির সাথে চুক্তির মেয়াদ এক বছর বাকি আছে বাফুফের। কেন এত আগে পদত্যাগ করছেন, সেটা নিয়ে আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি এখন পর্যন্ত।
যদিও গুঞ্জন রয়েছে আর্থিক ও অন্যান্য সুবিধা বাড়ানো নিয়ে বাফুফের সাথে বসেছিলেন পল স্মলি। চুক্তি বাড়ানোর আলোচনায় এই বেতন বাড়ানোসহ অন্যান্য বিষয় ওঠে আসে। ধারণা করা হচ্ছে, এই নিয়ে বনিবনা না হওয়াতেই না কি চাকরি ছাড়ছেন স্মলি।
বর্তমানে চুক্তি অনুযায়ী ১৬ লাখ টাকা প্রতি মাসে বেতন পান স্মলি। ঈদের ছুটি শেষে ফিরে এসে তিনি চুক্তি নিয়ে আলোচনা করেন বাফুফের সাথে। যার জন্য বাফুফেও চলমান জাতীয় নারী দলের দুটি প্রীতি ম্যাচে তাকে দলের কর্মকাণ্ডে রাখেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post