বাবরকে সাম্প্রতিক ফর্ম দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না- কপিল দেব

0
15

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ৯ ম্যাচের পাঁচটিতে হেরেছে। এর মধ্যে আহমেদাবাদে এক লাখ সমর্থকদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হতে হয়। যা বিশ্বকাপে ভারতের বিপক্ষে অষ্টম ম্যাচে অষ্টম পরাজয় পাকিস্তানের। এছাড়া এবার প্রথমবারের মত আফগানিস্তানের বিপক্ষেও হারতে হয়েছে পাকিস্তান।

বিশ্বকাপে নাজুক পারফর্মেন্সের কারণে পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটারই বাবরকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার পক্ষে। তবে বাবরকে সাম্প্রতিক ফর্ম দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না বলে মত দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা বলেন, ‘আপনি যদি বলেন, বাবর অধিনায়কত্বের জন্য সঠিক নন তাহলে আপনি শুধুই সাম্প্রতিক পারফর্মেন্স দেখছেন। সে কিন্তু ওই একই বাবর যিনি দলকে ওয়ানডেতে এক নম্বর র‍্যাঙ্কিংয়ে এনেছে। যখন কেউ শূন্য রানে আউট হবে তখন সকলেই তাকে বাদ দিতে চাইবে। আর একজন সাধারণ মানুষ এসে শতক হাঁকালে তাকে সকলেই মহাতারকা বানিয়ে ফেলে। তাই কেবল সাম্প্রতিক ফর্ম না দেখে দলের জন্য সে কি করেছে তা দেখেন। তার প্যাশন ও মেধা দেখেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here