স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক এই সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়েছেন। বাবরের রেকর্ডগড়া ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। লাহোরে কিউইদের ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে তারা। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। শুরু থেকে ব্যাট করা বাবর ইনিংসের শেষ বলে জিমি নিশামকে চার মেরে স্পর্শ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তিনটিই তিনি করেছেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি এই ডানহাতি ব্যাটারের নবম সেঞ্চুরি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরি এই প্রথম। যে তালিকায় এখন নাম শুধু বাবরের। দুটি করে সেঞ্চুরি নিয়ে এত দিন তাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের তিনটির বেশি সেঞ্চুরি আছে কেবল ভারতের রোহিতের (চারটি)। আর স্বীকৃত টি-টোয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বাবর এখন দ্বিতীয় স্থানে। প্রথমে রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তার সেঞ্চুরি সংখ্যা ২২টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ১১ চার ও তিন ছক্কায় ১০১ রানে অপরাজিত ছিলেন বাবর। তার দ্বিতীয় পঞ্চাশ আসে মাত্র ২২ বলে। ইফতিখারের অবদান তিন ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৩। ছয় চার ও এক ছক্কায় ৩৪ বলে করেন ৫০ মোহাম্মদ রিজওয়ান। রান তাড়ায় কিউইদের হয়ে লড়াই করেন কেবল মার্ক চাপম্যান। ৪০ বলে চারটি করে চার ও ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৬৫ রানে। স্বাগতিকদের অনায়াস জয়ে বড় ভূমিকা ছিল হারিস রউফেরও। টানা দ্বিতীয় ম্যাচে গতিময় এই পেসার নেন ৪ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post