স্পোর্টস ডেস্ক:: সিরিজ নিশ্চিতের ম্যাচে আগে ব্যাট করেছে পাকিস্তান। অল্পের জন্য সেঞ্চুরি মিসের আফসোসে পুড়েছেন ইমাম উল হক। অধিনায়ক বাবর আজম হাফ সেঞ্চুরি করেছেন। স্বাগতিকরা ৬ উইকেটে তুলেছে ২৮৭ রান।
করাচিতে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুতেই হারায় ওপেনার ফখর জামানকে। দলীয় ৩৭ রানের মাথায় আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর জামান ফিরে যান ব্যক্তিগত মাত্র ১৯ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে বাবার-ইমাম গড়েন শতরানের জুটি। ১০৮ রান তুলার পর দলীয় ১৪৫ রানে বাবরের বিদায়ে ভাঙে সেই জুটি। অধিনায়ক তিন চার ও এক ছক্কায় ৬২ বলে ৫৪ রান করেন।
দারুণ ব্যাট করা ইমাম উল হক সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ছিলেন। মাত্র ১০ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। সাত চার ও এক ছক্কায় ১১০ বলে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। ৩২ রান করেছেন রিজওয়ান। ৩১ রান করেছেন সালমান। তাতেই পাকিস্তান ৬ উইকেটে ২৮৭ রান তুলে।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৩টি ও অ্যাডাম মিলে ২টি করে উইকেট লাভ করেন।
সিরিজে ফিরতে ২৮৮ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০