স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপের দল ঘোষণা করেছে। একই সঙ্গে আফগানিস্তান সিরিজের দলও ঘোষণা করেছে পাকিস্তান বোর্ড। এশিয়া কাপ শুরুর আগে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাবর আজমের দল।
পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন। আফগান সিরিজে পাকিস্তান দল থাকবে ১৮ জনের। সেই দল থেকে বাদ পড়বেন সৌদ শাকিল। ১৭ জনে থাকবে এশিয়া কাপের দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইনজামাম দল ঘোষণা করেন। এতে দুই বছর পর দল ফিরেছেন পেসার ফাহিম আশরাফ। এছাড়াও দ্বিতীবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তায়েব তাহির। অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন।
এশিয়া কাপের পাকিস্তান দল: বাবর আজম, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আগা, ইফতিখার আহমেদ, তায়েব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০