স্পোর্টস ডেস্ক:: কিছু দিনের জন্য পাকিস্তান দলের নির্বাচক হয়ে ছিলেন শহীদ আফ্রিদী। সাবেক পাকিস্তান অধিনায়ক দায়িত্ব নিয়েই অধিনায়ক বাবর আজমকে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়ে ছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)র চেয়ারম্যান নাজাম শেঠি এক সাক্ষাৎকরে এই তথ্য দিয়েছেন।
পিসিবি চেয়ারম্যানের অনুমতি ছিলো বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া। তার কাছে যখন বাবর আজমকে সরিয়ে দেওয়ার অনুমতি চান আফ্রিদী, তিনি অনুমতি দেন। যদিও পরবর্তীতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন আফ্রিদী।
তবে মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে সাবেক অধিনায়ক সরফরাজ আহমদকে টিকই দলে নেন আফ্রিদী। শহীদ আফ্রিদীর নেতৃত্বাধীন তৎকালিন অন্তবর্তীকালীন নির্বাচক কমিটির নানা তথ্য গণমাধ্যমে ফাঁস করে দিচ্ছেন নাজাম শেঠি।
পিসিবির চেয়ারম্যান সাক্ষাৎকরে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদীল নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি গঠন করেছিলাম। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই তারা আমাকে বলেছিলেন যে, জাতীয় দলের অধিনায়ক পদে পরিবর্তন আনতে চান। অর্থাৎ বাবর আজমকে সরিয়ে দিতে চনা! আমি অবশ্য বলেছিলাম, আপনারা যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন। পরে অবশ্য তারা মত বদলে আমাকে জানায় যে, বাবরকে সরিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
সবশেষ আফগানিস্তান সিরিজে বাবর আজমকে দেখা যায়নি। দলেও চিলেন না তিনি। যদি পিসিবি বলছে বাবর বিশ্রামে ছিলেন। আফগানিস্তানের কাছে হেরে যাওয়া সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাদাব খান। তবে কি বাবরকে সরিয়ে দেওয়া হচ্ছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, নিউজিল্যান্ড সিরিজেই বাবর অধিনায়কত্বে ফিরবেন। তিনি যতদিন জিততে থাকবেন এবং পারফরম্যান্স করবেন, ততদিন অধিনায়কই থাকবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post