বাবর আজমদের স্থায়ী ব্যাটিং কোচ হচ্ছেন ইউসুফ, আগ্রহী নন হেইডেন

0
41

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের জন্য স্থায়ী একজন ব্যাটিং কোচ নিয়োগ দিচ্ছে। স্থায়ী ভাবে পাকিস্তান দলের ব্যাটিং কোচের নিয়োগ পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্য এই খবর দিয়েছে।

অস্ট্রেলিয়া বিপক্ষকে সামনে রেখে পাকিস্তান দলের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটার ম্যাথু হেইডেনকে নিয়োগ দিয়ে ছিলো পিসিবি। তবে সাবেক এই অজি ক্রিকেটার পাকিস্তান দলের সাথে কাজ করতে আগ্রহী নয়। এরপরই পিসিবি স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয়।

মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার (এনএইচপিসি)’র ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। পিসিবি কিছু দিন আগে তাকে সেখান থেকে অব্যাহতি দেয় এবং শ্রীলঙ্কা সফরে দলের সাথে পাঠায়।

শ্রীলঙ্কায় গল টেস্টে দারুন ব্যাটিংয়ে দাপুটে জয় তুলে নিয়ে সফরকারী পাকিস্তান। চতুর্থ ইনিংসে ইতিহাস গড়েও ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয় বাবর আজমের দল। এরপরই মোহাম্মদ ইউসুফকে স্থায়ী ব্যাটিং কোচ করার সিদ্ধান্তের বিষয় চূড়ান্ত করে পিসিবি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here