বাবর আজমের টুইটের জবাব দিলেন কোহলি

0
13

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালে ইডেন গার্ডেনে সবশেষ শতকের দেখা পেয়েছিল বিরাট কোহলি। যেটি ছিল বাংলাদেশের বিপক্ষে। এরপর কোনো শতক হাঁকাতে পারছেন না তিনি। এমনকি অর্ধশতক পেতেও হিমশিম খাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। নিজের বাজে পারফর্মেন্সের সময়ে বোর্ডের সহায়তা তো পাচ্ছেনই না, বরং আছেন দল থেকে বাদ পড়ার শঙ্কায়!

রান খরায় ভোগা সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি কোহলিকে উদ্দেশ্য করে টুইটে লেখেন, ‘এই সময় পেরিয়ে যাবে। শক্ত থাকো বিরাট।’

জবাবে কোহলিও শুভকামনা জানিয়েছেন এ সময়ের সেরা তারকা বাবরকে। টুইটের জবাবে কোহলি লিখেন, ‘ধন্যবাদ। এভাবেই জৌলুস ছড়াতে থাকো এবং এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা রইল।’

কোহলিকে বাবর এমন সময় সমর্থন দিয়েছিলেন যখন ভারতের সাবেক ক্রিকেটারদের তোপের মুখে তিনি। কপিল দেবের মতো কিংবদন্তি বলছেন, শুধু নাম দেখে না, বরং যারা পারফর্ম করছে তাদের যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিয়ে যাওয়া হয়। আরেক সাবেক শেবাগও কোহলির সমালোচনায় মুখর।

তবে ঘরের মানুষদের কাছে সমালোচিত কোহলি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানিদের কাছে সমাদৃত! পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, কোহলিকে বাদ দেয়ার মতো নির্বাচকের এখনও ভারতে জন্ম হয়নি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here