বাবর আজমের পর রংপুর রাইডার্সে হাসারাঙ্গা

0
75

স্পোর্টস ডেস্কঃ ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে। রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে হাসারাঙ্গাকে ইঙ্গিত করে কিছু তথ্য জানিয়েছে রংপুর। এর আগে দলটি চুক্তি করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে। এই তারকা ব্যাটারের সাথে চুক্তির বিষয়টিও তথ্যের ভিত্তিতে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল। তার জন্য এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর। পাকিস্তানের অধিনায়ক এবং বর্তমান বিশ্বে অন্যতম সেরা ব্যাটসম্যান বাবরের পর গত মাসে শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এছাড়া রংপুর সাকিব আল হাসান ছাড়াও বেশকিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে।

গত আগস্টে শেষ হওয়া এলপিলে ব্যাটে বলে বি-লাভ ক্যান্ডিকে নিজের সবটা দিয়ে টিকিয়ে রেখেছিলেন হাসারাঙ্গা। লঙ্কান এই অলরাউন্ডারের রানের সংখ্যাও ছিল পুরো টুর্নামেন্টে সবার থেকে বেশি। ১০ ম্যাচে ৩৪.৮৭ গড়ে এবং ১৯৮.৭৯ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছিলেন তিনি। এছাড়া বল হাতে ১০ ম্যাচে ৫.৫১ ইকোনমি রেটে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। জিতেছিলেন আসর সেরা ক্রিকেটারের পুরষ্কার।

এদিকে আসন্ন বিপিএলের পুরো মৌসুমই খেলার কথা রয়েছে বাবরের। এর আগে ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে তার। প্রসঙ্গত, রংপুর ফ্র্যাঞ্চাইজি গত বছরের দল থেকে হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও শেখ মাহেদীকে ধরে রেখেছে। ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হতে পারে বিপিএলের দশম আসর। তবে এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয় জাতীয় নির্বাচনের কারণে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here