স্পোর্টস ডেস্কঃ অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ডটা নিজের করে নেন ডানহাতি এই ব্যাটার। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডটা এতদিন ধরে হাশিম আমলার দখলে ছিল।
পাঁচ হাজার রানের রেকর্ড ছুঁতে আমলা সময় নিয়েছেন ১০১ ইনিংস। ৯৭ ইনিংসে পাঁচ হাজার রান করে এবার সেটা ভেঙে দিলেন বাবর। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে রেকর্ড স্পর্শ করেন বাবর। আজ খেলতে নামার আগে তাঁর পরিসংখ্যান ছিলো ৯৮ ম্যাচের ৯৬ ইনিংসে ৪৯৮১ রান।
৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রয়োজন ছিল বাবরের। করাচিতে পাকিস্তান অধিনায়ক ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন। বাবরের রেকর্ড গড়া ম্যাচে ৬ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ১১৭ বলে বাবর থেমেছেন ১০৭ রানে। এছাড়া আগা সালমানের ৫৮ (৪৬ বলে), শান মাসুদের ৪৪ এবং শেষদিকে হারিস রউফ ও শাহিন আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে কিউইদের বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা।
ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যাটার-
১. বাবর আজম (পাকিস্তান)- ৯৭ ইনিংস
২. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)- ১০১ ইনিংস
৩. ভিভ রিচার্ডস (উইন্ডিজ)- ১১৪ ইনিংস
৪. বিরাট কোহলি (ভারত)- ১১৪ ইনিংস
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১১৫ ইনিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post