স্পোর্টস ডেস্ক:: অধিনায়ক বাবার আজম ও ওপেনার ইমাম-উল-হকের ব্যাটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ ও ওয়াসিমদের বোলিং তোপে কোনো সুবিধাই করতে পারেনি অতিথিরা। এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় জয়ে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান বাবর আজম ও ইমাম উল হকের ব্যাটে চড়ে ৮ উইকেটে ২৭৫ রান তুলে। জবাবে খেলতে নামা উইন্ডিজরা ওয়াসিম ও নেয়াজদের বোলিং তোপে মাত্র ১৫৫ রানেই অলআউট হয়ে যায়।
বাবর ও ইমামের ব্যাটে দারুণ শুরু পায় পাকিস্তান দল। দলীয় ২৫ রানের মাথায় ওপেনার ফখর জামান ফিরে যান সাজঘরে। ২৮ বলে ১৭ রান করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম মিলে গড়েন ১২০ রানের জুটি। এরপর ইমাম ফিরে গেলে ভেঙে যায় তাদের জুটি। পাকিস্তানও দ্রুত উইকেট হারাতে থাকে। তবে শেষ দিকে লোয়ার অর্ডারের দূঢ়তায় শেষ পর্যন্ত ২৭৫ রানের পূঁজি পায় দলটি।
আগে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করেছেন অধিনায়ক বাবর আজম। ৯৩ বলের ইনিংসে পাঁচ চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার ইমাম। ৭২ বলে ছয় চারে সাজিয়েছেন নিজের ইনিংসটি। এছাড়াও শেষ দিকে নেমে ২২ রান করেন সংগ্রহ করেন শাদাব খান ও খুশদীল শাহ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকেল ৩টি, জোসেপ ও ফিলিপস ২টি করে উইকেট লাভ করেন।
২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা উইন্ডিজ ওয়াসিম-নেওয়াজদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেনে সামাহরা ব্রকস। ৩৩ রান করেন মায়ার্স। এছাড়াও ২৫ রান করেন অধিনায়ক পুরান।
পাকিস্তানের হয়ে ম্যাচ সেরা হওয়া নেওয়াজ ৪টি ও ওয়াসিম ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০