স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হারলো পাকিস্তান। ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা দলটি দশ ওভার শেষেও জয়ের পথে ছিলো। কিন্তুু এর পরপরই দুই হাফ সেঞ্চুরিয়ান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিদায়ে টানা দ্বিতিয় টি-২০ ম্যাচটিও হারতে হলো। পাঁচ সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ব্ল্যাকক্যাপসরা।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড ফিল অ্যালিনের হাফ সেঞ্চুরিতে ১৯৪ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের তিন বল আগেই ১৭৪ রানে গুটিয়ে যায়।
১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তান দ্রুত দুই ওপেনারকে হারায়। দশ রানের মধ্যেই ১ রানে আইয়ুব ও ৭ রানে রিজওয়ান ফিরেন সাজঘরে। এরপর তৃতীয় উইকেটে বাবর আজম ও ফখর জামান জুটি গড়ে জয়ে আশা জাগান। দু’জনে মিলে ৮৭ রান তুলেন ৪৯ বল স্থায়ী জুটিতে। দলীয় ৯৭রানে ফখর জামান ব্যক্তিগত ৫০ রানে ফিরেন সাজঘরে। পাঁচ ছক্কা ও তিন চারে ২৫ বলে নিজের ইনিংসটি সাজান তিনি।
ফখরের বিদায়ের পর বাবরও বিদায় নেন দ্রুতই। দলীয় ১৫৩ রানের মাথায় তার বিদায়ের পর পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়। সাত চার ও দুই ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন তিনি। এছাড়াও ২২ রান করেন শাহিন শাহ আফ্রিদী। পাকিস্তান থামে ১৯.৩ ওভারে ১৭৩ রান।
নিউজিল্যান্ডের মিলান ৪টি, টিম সাউদী, ইশ সোধীরা ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ফিন অ্যালিনের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৯৪ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অ্যালিন। ৪১ বলের ইনিংসে হাঁকান সাত চার ও পাঁচ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।এছাড়াও ২৫ রান করেন স্যান্টনার। ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ২০ রান।
পাকিস্তানের হয়ে হারিফ রউফ ৩টি ও শাহীন আফ্রিদী ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post