স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে টানা চতুর্থ জয় তোলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার চতুর্থ ওয়ানডেতে বড় জয় পেয়েছে বাবর আজমের দল। করাচিতে স্বাগতিকরা জিতেছে ১০২ রানে। আগে ব্যাট করে অধিনায়ক বাবরের সেঞ্চুরিতে ৩৩৪ রান করে পাকিস্তান।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ড থেমেছে ২৩২ রানে। বল হাতে ৪ উইকেট নিয়েছেন উসামা মীর। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছে পাকিস্তান।
করাচি রেকর্ড স্পর্শ করেছেন বাবর। এই ম্যাচে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ডটা নিজের করে নেন ডানহাতি এই ব্যাটার। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডটা এতদিন ধরে হাশিম আমলার দখলে ছিল।
৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রয়োজন ছিল বাবরের। পাকিস্তান অধিনায়ক ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন। রেকর্ড গড়া ম্যাচে ১১৭ বলে বাবর করেন ১০৭ রান। এছাড়া আগা সালমানের ৫৮ (৪৬ বলে), শান মাসুদের ৪৪ (৫৫ বলে) রান করেন।
শেষদিকে মোহাম্মদ হারিস ও শাহিন আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে কিউইদের বড় লক্ষ্য দেয় পাকিস্তান। মাত্র ৮ বলে ১৭ রান করেন হারিস। আফ্রিদির ব্যাট থেকে আসে ৭ বলে ২৩। কিউইদের হয়ে ৩ উইকেট নেন পেসার ম্যাট হেনরি। ১টি করে উইকেট নিয়েছেন বেন লিস্টার ও ইশ সোধি।
রান তাড়ায় উইল ইয়ং, টম ব্লাল্ডেল, ড্যারেল মিচেল ফিরেছেন বড় ইনিংস না খেলেই। তবে অধিনায়ক টম লাথাম ও মিচেল গড়েন ৮৪ রানের জুটি। তাতে স্বপ্ন দেখে সফরকারীরা। কিন্তু ৩৪ রান করে মিচেল ফিরলে ভাঙে এই জুটি। এরপর লাথামও আউট হন ৬০ রানে।
৩৩ বলে ৪৬ রান করা মার্ক চ্যাপমান যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ কিছুটা সম্ভাবনা ছিল নিউজিল্যান্ডের। তবে তাঁর বিদায়ে ম্যাচ পরিণত হয় আনুষ্ঠানিকতায়। পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীর নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ২ শিকার হারিস রউফের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post