স্পোর্টস ডেস্কঃ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে পাকিস্তান দল। বাবর আজমের দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিকদের সাথে। যেটি কিনা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজের জন্য আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৮ সদস্যের সেই দল থেকে বাদ পড়েছেন তিন জন। তারা হলেন চামিকা করুণারত্নে, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া মহেশ থিকশানা ও প্রভাত জয়সুরিয়া জায়গা পেয়েছেন পাকিস্তান সিরিজের দলে। এছাড়া অজিদের বিপক্ষে অভিষেক না হলেও, দলে থাকা তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েলালাগেও আছেন এই সিরিজে।
আগামী ১৬ জুলাই গলে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এরপর ২৪ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে অবশ্য ইতিমধ্যেই লঙ্কান বোর্ড একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান দল।
শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দল
দিমূথ করুণারত্নে (অধিনায়ক), পথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মদুশঙ্কা, প্রভাত জয়সুরিয়া, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা ও জ্যাফ্রি ভ্যান্ডারসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা