স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে অধিনায়কের ব্যাটেই লড়াকু সংগ্রহের ভিত পেয়েছে পাকিস্তান। শেষদিকে দুর্দান্ত ব্যাটে দলের রান বাড়িয়ে দিয়েছেন ইফতিখার আহমেদ-শাদাব খান। সবমিলিয়ে চ্যালঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান। চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে ২৮২ রানের পুঁজি পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
চেন্নাইয়ে টসে জিতে ব্যাটিং নিয়ে ভালো শুরু পেয়ে যায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হকব পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫৬ রান স্কোর বোর্ড জমা করেন। তবে এরপরই উইকেট হারায় পাকিস্তান। ইমাম ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ২২ বলে ১৭ রান করে। বাবর এসে চারে দুর্দান্ত শুরু করেন। দেখেশুনে খেলে ৬০ বলে ফিফটি পেয়ে যান শফিক।
বিশ্বকাপে অভিষিক্ত আফগান স্পিনার নূর আহমেদ পাকিস্তান ওপেনার শফিককে এলবিডাব্লিউ বানিয়ে ফিরিয়ে দেন ৫৮ রানেই। টিকতে পারেন নি রিজওয়ানও। নূরের বেশ বাইরের গুগলিতে টেনে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। সউদ শাকিল উইকেট বিলিয়ে দেন। নবিকে এগিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হন ২৫ রানেই। এক প্রান্ত আগলে রেখে বাবর ফিফটি পেতে ৬৯ বল খেলেন। তবে ফিফটির ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন নি তিনি।
অভিষিক্ত নুরের বেশ বাইরের বলে কাভারের হাতে ক্যাচ তুলে দিয়ে বাবরের ইনিংস থেমে যায় ৭৪ রানেই। ৯২ বলের সে ইনিংস গড়েন তিনি ৪টি চার ও ১টি ছক্কায়। আগে ম্যাচে বেঞ্চে থাকা শাদাব ৩৮ বলে ৪০ রান করে শেষ বলে আউট হয়ে যান। তবে শাদাব ও ইফতিখারের ব্যাটেই পাকিস্তান শেষ দশ ওভারে আনতে পারে ৯১ রান। ইফতিখার অবশ্য শাদাবের চেয়ে আরও বিধ্বংসী ছিলেন। ২৭ বলে ২ চার ৪ ছক্কায় ৪০ রান করেন তিনি।
আফগানিস্তানের হয়ে ৪৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন নুর আহমেদ। ২ উইকেট তোলেন নাভিন-উল-হক। এছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবি এবং আজমতউল্লাহ ওমরজাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post