স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের বাইরে আছেন পেসার রুবেল হোসেন। সময়টাও তার ভালো যাচ্ছে না। ফেরা হচ্ছে না জাতীয় দলে। পারিবারিক ভাবেও আছেন কষ্টের মাঝে। রুবেলের বাবা অসুস্থ। নিজ পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই ক্রিকেটার।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রুবেল জানিয়েছেন, তার পিতা অসুস্থ। কিছু দিন আগে তিনি স্ট্রােক করেছেন। বর্তমানে অবস্থা উন্নতির দিকে থাকলেও মাঝে মধ্যেই খারাপ করে ফেলে।
বেশ কিছু দিন থেকে জাতীয় দলের বাইরে আছেন এই পেসার। জাতীয় দলে ফেরার লড়াই করছেন। তবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এরই মধ্যে বাবার অসুস্থতার খবর জানালেন ভক্ত-সমর্থকদের। অসুস্থ পিতার জন্য রুবেল সবার কাছে দোয়া চেয়েছেন। নিজের ফেরিভাইডকৃত ফেসবুক পেইজ এক পোস্টে তিনি এই খবর জানিয়েছেন।
রুবেল হোসেন তার পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম
আমার বাবা ২১ থেকে ২২ দিন হলো তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছে , আমার বাবা আমার জীবনের অনেক বড় কিছু সব কিছুর ঊর্ধ্বে । তার শারীরিক অবস্থা এখন মোটামুটি এই একটু ভালো আবার একটু খারাপ হয়ে যায়।
আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন আমরা জানি না তিনি তো সবকিছু দেখেন বুঝেন জানেন ।
আল্লাহু মালিক’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০