বাবা হলেন নাদাল

0
171

স্পোর্টস ডেস্কঃ পুত্র সন্তানের বাবা হলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। শনিবার স্পেনের মায়োর্কাতে জন্ম হয় মেরি পেরোলো ও নাদাল দম্পতির প্রথম সন্তানের। মা এবং সন্তান দুজনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে বেশ কয়েকদিন এখন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে তাদেরকে। তারপরেই পরিস্থিতি বিচার করে তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে।

রাফা এবং মারিয়া কৈশোর থেকেই আছেন একসাথে। তারপর করেন ২০১৯ সালে। সাম্প্রতিক সময়ে নাদাল বলেছিলেন, বাবা হতে তিনি আগ্রহী। এবার ৩৬ বছর বয়সী এই টেনিস সুপারস্টারের নতুন ভূমিকাও পালন করতে হবে। গত জুনেই ঘোষণা করা হয়েছিল পেরেলো এবং নাদাল বাবা-মা হতে চলেছেন। নাদাল দম্পতি এই খবরটি মিডিয়ার থেকে কিছুটা দূরেই রাখতে চেয়েছিলেন। 

টেনিস কোর্টে নাদালের দুই প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচও সফলভাবেই আলিঙ্গন করেছেন পিতৃত্বকে। সেই সাথে টেনিস কোর্টে ছড়িয়েছেন আলো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here