স্পোর্টস ডেস্কঃ কন্যা সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশের তারকা এই ক্রিকেটার সোমবার মেয়ের বাবা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মুশফিক লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’
চলতি এশিয়া কাপ থেকে ছুটি নিয়ে দেশে ফেরত আসেন মুশফিক। মূলত সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই তিনি শ্রীলঙ্কা থেকে রোববার ঢাকা ফিরেছিলেন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এসেছেন তা পূর্ণতা পেয়েছে। সোমবার সকালেই দ্বিতীয়বারের মত পিতৃত্বের স্বাদ পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান। আগামী শুক্রবার এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ওই ম্যাচটি খেলতে আগামী ১৩ সেপ্টেম্বর কলম্বোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০