স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিউখকে উড়িয়ে দিয়েছে কোয়ার্টারফাইনালের প্রথম লেগে। দুর্দান্ত সিটির সামনে দাঁড়াতেই পারেনি বায়ার্ন। ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
ইত্তিহাদ স্টেডিয়ামে রদ্রি, সিলভা ও আর্লিং হল্যান্ডদের দুর্দান্ত তিন গোলের ম্যাচে সিটি পাত্তাই দেয়নি বায়ার্নকে। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে হল্যান্ডরা।
বায়ার্ন একের পর এক গোল মিস করেছে, সেই সঙ্গে নিজেদের অর্ধে করেছে ভুল। প্রতিপক্ষের ভুলের সেই সুযোগ ভালো মতোই কাজে লাগিয়েছে সিটি। একে একে তুলে নিয়েছে তিন গোল। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে রীতিমতো দিশেহারা হয়েছে দলটি।
ম্যাচের ২৭তম মিনিটেই রদ্রির গোলে লিড নেয় সিটি। প্রথমার্ধের পুরোটা সময় ১-০ গোলের এই লিড নিয়েই খেলে দলটি। পিছিয়ে পড়া বায়ার্ন প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি।
বিরতির পর দ্বিতীয়ার্ধে বায়ার্ন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। পাল্টা আক্রমণ করতে থাকে সিটিও। হল্যান্ডদের আক্রমণ ঠেকাতে ব্যস্ত হয়ে উঠা দলটি বেশ কয়েকটি ভুল করে। ম্যাচের ৭০তম মিনিটে বার্নান্দো সিলভার গোলে ম্যানচেস্টার সিটি ব্যবধান ২-০ করে ফেলে।
এগিয়ে যাওয়া সিটিকে মিনিট ছয়েক পরে আরো এগিয়ে দেন আর্লিং হল্যান্ড। ম্যাচের ৭৬তম মিনিটে তার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। পিছিয়ে পড়া বায়ার্ন আর ঘুরে দাঁড়াতে পারেনি। বড় হার নিয়েই মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post