স্পোর্টস ডেস্কঃ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বিধ্বস্ত হলো বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় শনিবার বাভারিয়ানদের জালে ৫ গোল দিয়েছে তারা। তাতে লজ্জার এক রেকর্ডে পড়েছে বায়ার্ন। পাশাপাশি তাদের অপরাজেয় দৌড় থামিয়ে দিয়েছে ফ্রাঙ্কফুর্ট। ম্যাচটি ৫-১ গোলে জিতেছে দলটি।
ঘরের মাঠে ১২তম মিনিটে ওমর মারমোশের গোলের এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। এরপর ৩১তম মিনিটে জুনিয়র দিনা এবিম্বে এবং ৩৬তম মিনিটে হুগো লারসন গোল করেন। ৪৪তম মিনিটে বায়ার্নের হয়ে এক গোল শোধ দেন জশুয়া কিমিখ। বিরতির পর প্রথমার্ধের আক্রমণাত্মক ধারাই ধরে রাখে ফ্রাঙ্কফুর্ট। ৫০ মিনিটে দায়োত উপামেকানোর ভুল কাজে লাগিয়ে ফ্রাঙ্কফুর্টের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ফরাসি মিডফিল্ডার এবিম্বে।
৬০ মিনিটে আনসগার নাউফও গোল করলে ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বায়ার্ন। গত ৪৮ বছরে ফ্রাঙ্কফুর্টই প্রথম দল যারা ম্যাচের প্রথম এক ঘণ্টায় বায়ার্নের জালে ৫ বার বল পাঠিয়েছে। একুশ শতকে এ নিয়ে চতুর্থবার লিগে ৪ বা এর বেশি গোলে হারল বায়ার্ন। যার মধ্যে দুটিই ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে (অন্যটি ২০১৯ সালে ৫-১)। লজ্জার হারে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার লেভারকুসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post