স্পোর্টস ডেস্কঃ চেনা ছন্দে নেই বায়ার্ন মিউনিখ। লিগে গত ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে লাৎসিওর বিপক্ষেও হেরেছে তারা। এবার লিগে পুঁচকে দল বোচুমের বিপক্ষেও হারের মুখ দেখতে হয়েছে টমাস টুখেলের দলকে। গত রাতে বাভারিয়ানদের ৩-২ গোলে হারিয়েছে বোচুম।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। বাভারিয়ানদের এগিয়ে দেন জামাল মুসিয়ালা। তবে ম্যাচের ৩৮ মিনিটেই সমতায় ফেরে বোচুম। দলের জাপানিজ তারকা আসানোর গোলে সমতায় ফেরে তারা। শুধু তাই নয়, হাফ টাইমের ঠিক আগে ম্যাচে লিডও পেয়ে যায় স্বাগতিকরা। কেভেন স্লোটারবেক বোচুমকে প্রথমবার ম্যাচে লিড এনে দেন।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ডি-বক্সে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন বায়ার্নের ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। আর পেনাল্টির পাশাপাশি দ্বিতীয়বারের মতো ম্যাচে হলুদ কার্ড দেখান হয় তাকে। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উপামেকানো। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বোচুমের মিডফিল্ডার কেভিন স্টোগার।
এরপর ম্যাচের ৮৭ মিনিটে হ্যারি কেইন এক গোল শোধ দেন। তবে তাতে আর শেষ রক্ষা হয়নি বায়ার্নের। ৩-২ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বায়ার্ন। তাদের থেকে ৮ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন। যারা এ মৌসুমে লিগে টানা ২২ ম্যাচ অপরাজিত। তাতে রেকর্ডের খাতায় নাম উঠছে তাদের। বুন্দেসলিগার কোনো দলের সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডটি এত দিন পর্যন্ত এককভাবে দখলে ছিল বায়ার্নের। গতকাল রাতে হাইডেনহেইমকে ২-১ গোলে হারিয়ে সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছে লেভারকুসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post