স্পোর্টস ডেস্ক:: বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়ছেন টমাস তুখেল। বুন্দেস লিগার শিরোপাহীন জার্মান ক্লাবটি দলের দায়িত্ব তুলে দিচ্ছে কিংবদন্তী জিনেদিন জিদানের হাতে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছিলো জিদানের সঙ্গে যোগাযোগ করছে বায়ার্ন মিউনিখ।
তবে এবার জানা যাচ্ছে, দুই পক্ষ অনেক দূর এগিয়েছে। চুক্তিও নাকি সম্পন্ন হয়ে গেছে। কেবল ঘোষণার বাকী। মৌসুম শেষেই টমাস তুখেল দায়িত্ব থেকে সরে যাবেন।
রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ জিদান বছর তিনেক থেকে কোচিংয়ে নেই। বিশ্বের বড় বড় ক্লাবগুলো প্রস্তাবও দিয়েও জিদানকে কোচ নিয়োগ করতে পারেনি। তবে তিন বছর বিরতি দিয়ে তিনি আবারো ফিরছেন কোচিং পেশায়।
ফরাসিদের জার্সিতে বিশ্বকাপ জয়ী তারকা ২০২১ সাল থেকে আর কোচিং করাচ্ছেন না। ৫১ বছর বয়সী সাবেক ‘কিংবদন্তী’ এবার ফিরছেন বায়ার্নের জার্সিতে।
নতুন চ্যালেঞ্জ নিয়েই জার্মানে পাড়ি জমাচ্ছেন জিদান। বায়ার্ন মিউনিখের শিরোপা যে পুনরুদ্ধার করতে হবে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post