স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্দেসলিগায় আজ হেইডেনহাইমের মাঠে দুই গোলে এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে পথ হারায় বায়ার্ন মিউনিখ। টমাস টুখেলের দল হেরে যায় ৩-২ ব্যবধানে। আর ইউনিউন বার্লিনের মাঠে ১-০ গোলে জয় পায় বায়ার লেভারকুজেন। এতে লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে জাবি আলোন্সোর দল। বাকি পাঁচ রাউন্ডে একটি জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে তাদের।
স্বপ্নের মতো মৌসুম কাটছে লেভারকুজেনের। প্রথমবারের মতো লিগ জয়ের খুব কাছাকাছি তারা। সবশেষ কোনো শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে, জার্মান কাপ। এরপর ২০০০ সালে লিগ শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল লেভারকুজেন। কিন্তু শেষ দিনে উন্টারহাকহিংয়ের বিপক্ষে হেরে ভাঙে তাদের শিরোপা জয়ের স্বপ্ন। এবার লিগ টেবিলের দুইয়ে থাকা বায়ার্নের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে জাবির দল। লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post