স্পোর্টস ডেস্কঃ বায়ার্ন মিউনিখ ছাড়লেন লুকা হার্নান্দেজ। ৫ বছরের চুক্তিতে এই ডিফেন্ডার পিএসজিতে নাম লিখিয়েছেন। বিবৃতি দিয়ে রোববার খবরটি জানায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ট্রান্সফার ফি নিয়ে অবশ্য কিছু জানায়নি তারা।
২০১৮ বিশ্বকাপ জয়ী হার্নান্দেজ বায়ার্নের হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন হার্নান্দেজ। তবে চোটের কারণে গত মৌসুমে বুন্ডেসলিগায় মাত্র ৭টি ম্যাচ খেলতে পারেন তিনি। কাতার বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান অভিজ্ঞ এই ফুটবলার।
পিএসজিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ এনরিকে। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান তিনি। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ। এবার ফিরলেন ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব- পিএসজির দায়িত্বে।
এদিকে এনরিকে পিএসজির দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদ থেকে মার্কো অ্যাসেনসিও তিন বছরের জন্য প্যারিসের দলটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার ‘ফ্রি এজেন্ট’ হিসেবে পিএসজিতে যোগ দিয়েছেন। ২৭ বছর বয়সী এই ফুটবলারের সাথে চুক্তির বিষয়টি আগেই নিশ্চিত করেছে ফ্রেঞ্চ লিগের শীর্ষ দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post