স্পোর্টস ডেস্কঃ ঈদের ছুটি কাটিয়ে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বড় জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারা ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে ওঠে এসেছে মোহামেডান।
ঘরের মাঠ কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে, প্রত্যাশিতভাবেই ম্যাচে দাপট ছিল মোহামেডানের। তবে গোল পেতে দলটিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত। ৪৫ মিনিটের সাথে যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় মনেকের গোলে লিড নেয় মোহামেডান।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০ মিনিটের মাথায় সেই লিড দ্বিগুণ করে সোলেইমান দিয়াবাতে। আর ম্যাচের একেবারে শেষ মূহুর্তে দলের তৃতীয় ও নিজের জোড়া গোল পূরণ করেন মনেকে। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় বারিধারার জালে শেষ পেরেক ঠুকে দেন।
এই জয়ের পর ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ওঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে আছে বারিধারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা