স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় জয় পেয়েছে আর্সেনাল। শনিবার বার্নলির মাঠ থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল। চলতি বছর এখন পর্যন্ত না হারা গানাররা এখন পর্যন্ত ৫ ম্যাচে গোল করেছে ২১টি। যা তাদের দারুণ এক মাইলফলক।
বার্নলির মাঠ টার্ফ মুরে আর্সেনালকে গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৪ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস থেকে বা পায়ের শটে দুর্দান্ত ১ গোল করেন মার্টিন ওডেগার্ড। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় গোল আসে বুকায়ো সাকার কাছ থেকে। ম্যাচের ৪১ মিনিটে সাকা প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে।
বিরতির পর ৪৭ মিনিটে অধিনায়ক ওডেগার্ডের বাড়ানো বলে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন সাকা। এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল পেলেন এই ফরোয়ার্ড। এছাড়া সর্বশেষ ৬ ম্যাচে সাকার এটি সপ্তম গোল। এরপর আর্সেনাল বার্নলির জালে বল জড়িয়েছে আরও দুবার। ৬৬ মিনিটে গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার আর ৭৮ মিনিটে কাই হাভার্টজ।
এই জয়ে পয়েন্ট তালিকার ২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। ২৫ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। আজকের অন্য ম্যাচগুলোয় অ্যাস্টন ভিলা ২-১ গোলে জিতেছে ফুলহ্যামের বিপক্ষে। উলভসের বিপক্ষে টটেনহ্যামের হার ২-১ গোলে। অন্যদিকে লিভারপুল ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পায় ৪-১ গোলের। তাতে তারা লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post