স্পোর্টস ডেস্কঃ বার্বাডোজের ব্রিজটাউনে আটকা পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত দল। গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের শিরোপা জেতে রোহিত শর্মার দল। তাঁদের দেশে ফেরার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় ‘বেরিল’।
ঘুর্ণিঝড়ের প্রভাবে বার্বাডোজের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মা-বিরাট কোহলিরা বিশ্বকাপ জিতে ইতোমধ্যে দেশের পথে থাকার কথা ছিল। কিন্তু ঘুর্ণিঝড়ের কারণে হোটেলেই অবস্থান করছেন তারা। বার্বাডোজ থেকে নিউইয়র্ক হয়ে দুবাই, এরপর দিল্লিতে আসার কথা ছিল বিশ্বকাপজয়ী ভারত দলের। তবে সেই পরিকল্পনা থেকে সরে এসে ভাড়া করা বিমানে বার্বাডোজ থেকে দিল্লিতে আসবেন রোহিতরা।
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া ঘুর্ণিঝড় বেরিল ইতোমধ্যে ক্যাটাগরি-৩ ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘণ্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এর প্রভাবে বার্বাডোজের ব্রিজটাউন বিমানবন্দর রোববার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হয়ে গেছে। এখান থেকেই মূলত ভারতের উদ্দেশে রওনা করার কথা ছিল রোহিত-কোহলিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post