বার্মিংহামে গিয়ে ভক্তকে খুঁজে বের করলেন আশরাফুল

0
16

স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ। ঘরোয়া ক্রিকেটেও কোনো সূচি নেই। টাইগার ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল ব্যস্ত সময় পার করছেন ইংল্যান্ডে। সেখানকার লিগ ডিভিশন থ্রি’তে খেলছেন তিনি। ব্যাট হাতেও মোটামুটি ভাল করছেন।

খেলার এক ফাঁকে মোহাম্মদ আশরাফুল ছুটে গেলেন তার এক ভক্তের কাছে। প্রবাসী বাংলাদেশী হাবিবুর রহরমান বার্মিংহামে বসবাস করছেন। অনেক আগেই তিনি প্রিয় তারকার সঙ্গে দেখা করতে চেয়ে ছিলেন। তবে সুযোগ-সম‍য়ে সেটি আর হয়নি। শৈশবে স্কুল পালিয়ে প্রিয় তারকার খেলা তিনি দেখেছেন অনেক।

আশরাফুল তাই ভক্তকে খুঁজে বের করলেন। বার্মিংহামে ম্যাচের এক ফাঁকে তিনি ছুটে যান হাবিবুর রহমানের কাছে। তা যেনো বিশ্বাসই হচ্ছিলো না এই ভক্তের। টাইগারদের সাবেক এই অধিনায়ক ভক্তের কাঁধে হাত রেখে ছবি তুলেন। কুশল বিনিময় করেন। স্বপ্নের তারকাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাবিব। এই ক্রিকেটার তার সঙ্গে দেখা করবেন সেটি যেনো বিশ্বাসই হচ্ছিলো না তার।

লিগ ডিভিশন থ্রিতে আশরাফুল খেলছেন বেঙ্গল টাইগার্স স্পোটিং ক্লাবের হয়ে। পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষ করেই আশরাফুল দেখা করেন হাবিবের সঙ্গে। তার দল বেঙ্গল টাইগার্স ম্যাচটি জিতে নেয় ১৪৯ রানের ব্যবধানে। ম্যাচে বাংলাদেশের এই ক্রিকেটার ব্যাট হাতে ১৮ বলে করেন ৩০ রান। বল হাতে ৮ ওভারে খরচ করেন ২০ রান। শিকার করেন ৩টি উইকেট।

ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি মাঠেও ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেনও। তবে আগের সেই আশরাফুল আর নেই। ব্যাট হাতে শুরুর জৌলস হারিয়ছেন তিনি। তার জন্য জাতীয় দলের দরজাটাও প্রায় বন্ধ। তবে তিনি আরো একবার খেলতে চান জাতীয় দলে। আবারো লাল সবুজের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here